۲ آذر ۱۴۰۳ |۲۰ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 22, 2024
ইসরায়েলে হামলার সর্বোত্তম প্রস্তুতি নিচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান
ইসরায়েলে হামলার সর্বোত্তম প্রস্তুতি নিচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান

হাওজা / হাইফা বন্দরে হামলা হলে নিমিষেই আশেপাশের সব এলাকায় আগুন ছড়িয়ে পড়বে, কমে যাবে জীবিত থাকার আশা!

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে বড় ও অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালাতে পারে বলে ভীতি ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে বৈরুতে ও হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইরানে শহীদ করার পর এই ভীতি ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে।

ইহুদিবাদী দখলদার ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা দৈনিক হারেৎজ গতকাল (বুধবার) এক প্রতিবেদনে বলেছে, হাইফা এলাকায় বসবাসরত ইহুদিবাদীদের মনে মারাত্মক রকম ভীতি ছড়িয়ে পড়েছে যে, ওই এলাকায় অবস্থিত পেট্রো-কেমিক্যাল কারখানাগুলোতে হিজবুল্লাহ এবং ইরান হামলা চালাতে পারে। এসব পেট্রো-কেমিক্যাল কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। এই দুশ্চিন্তা হাইফা এলাকায় বসবাসরত ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

হাইফা এলাকায় বসবাসরত এক ব্যক্তি হারেৎজ পত্রিকাকে বলেছে, “আমরা বিস্ফোরকের ব্যারেলের উপর বসে আছি এবং কী ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা খুবই ভীত-সন্ত্রস্ত।”

ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে হারেৎজ পত্রিকা জানিয়েছে, হাইফা বন্দর এলাকায় দেড় হাজার রকমের বিপজ্জনক উপাদানের উপস্থিতি রয়েছে যার মধ্যে ৮০০ দাহ্য পদার্থ রয়েছে।

হাইফা বন্দরে হামলা হলে তা নিমিষেই আশেপাশের সর্বত্র আগুন ছড়িয়ে পড়বে। এমতাবস্থায় ঐ অঞ্চল থেকে জীবন্ত অবস্থায় বের হওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে যাবে। এই ভয়ই ঘিরে ধরেছে ঐ অঞ্চলের বসবাসকারী ইহুদি বসবাসকারীদের মনে।

تبصرہ ارسال

You are replying to: .